চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য সরবরাহ করা খাবার কেউ পেয়েছে, কেউ পায়নি। আবার অনেকে নিজ বাড়ি থেকে রান্না করে এনেছেন। যে খাবার দেওয়া হয়েছে, তা-ও খাওয়ার অনুপযোগী। হাসপাতালের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ওষুধ রোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের অভিযানে হাসপাতালের এমন চিত্র ধরা পড়েছে।
আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।
দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার, দালাল, ওষুধ ও চিকিৎসকের ডিউটি-সংক্রান্ত একাধিক অভিযোগ পায় দুদক। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে দুদকের দল।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান চালানো হয়। অভিযানে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। খাবারের গুণগত মান নিয়ে অভিযানে রোগীর সামান্য পরিমাণ অভিযোগ ছিল। হাসপাতালের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, তা আলামত হিসেবে জব্দ করেছি। ওষুধ যেখানে সংরক্ষণ করেছে, তা সঠিকভাবে করেছে কি না, তা দেখে কিছু অনিময় পেয়েছি।’
এ ব্যাপারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জায়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসক নিয়ম মেনে ডিউটি করেন। হাসপাতালে স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার কথা নয়, কিছু ওষুধ রোগী কম থাকায় সরবরাহ হয়নি, এমন হতে পারে। দুদক তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের অফিসেও অভিযান চালিয়েছে। তারা যেসব তথ্য ও কাগজপত্র চেয়েছে, সবই সরবরাহ করেছি।’
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য সরবরাহ করা খাবার কেউ পেয়েছে, কেউ পায়নি। আবার অনেকে নিজ বাড়ি থেকে রান্না করে এনেছেন। যে খাবার দেওয়া হয়েছে, তা-ও খাওয়ার অনুপযোগী। হাসপাতালের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ওষুধ রোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের অভিযানে হাসপাতালের এমন চিত্র ধরা পড়েছে।
আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।
দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার, দালাল, ওষুধ ও চিকিৎসকের ডিউটি-সংক্রান্ত একাধিক অভিযোগ পায় দুদক। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে দুদকের দল।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান চালানো হয়। অভিযানে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। খাবারের গুণগত মান নিয়ে অভিযানে রোগীর সামান্য পরিমাণ অভিযোগ ছিল। হাসপাতালের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, তা আলামত হিসেবে জব্দ করেছি। ওষুধ যেখানে সংরক্ষণ করেছে, তা সঠিকভাবে করেছে কি না, তা দেখে কিছু অনিময় পেয়েছি।’
এ ব্যাপারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জায়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসক নিয়ম মেনে ডিউটি করেন। হাসপাতালে স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার কথা নয়, কিছু ওষুধ রোগী কম থাকায় সরবরাহ হয়নি, এমন হতে পারে। দুদক তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের অফিসেও অভিযান চালিয়েছে। তারা যেসব তথ্য ও কাগজপত্র চেয়েছে, সবই সরবরাহ করেছি।’
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১২ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে