Ajker Patrika

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৫: ১৭
ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দুজন  নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মো. মিজান (৩২)। তিনি বরিশালের উজিরপুর ইউনিয়নের কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। অপর নিহত ব্যক্তি মালবাহী ট্রেনের সামনে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

রেল দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম। তিনি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ ফেনী সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকার লেভেল ক্রসিংয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত ছিলেন না। এ সময়  চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনে থাকা অজ্ঞাত ব্যক্তি নিহত হন। 

এদিকে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাশ দুটি সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা-পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত