Ajker Patrika

চৌদ্দগ্রামে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ: হাসপাতাল-দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৮: ২০
চৌদ্দগ্রামে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ: হাসপাতাল-দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করাকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কার্যালয়, তাঁর সমর্থকদের সভামঞ্চসহ বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চৌদ্দগ্রামে গণজমায়েত ও সমাবেশের মঞ্চ তৈরি করেন সংসদ সদস্যে অনুসারীরা। একই সময় পার্শ্ববর্তী স্থানে সংসদ সদস্যের বিরোধী পক্ষও সমাবেশের ডাক দেয়। এই নিয়ে তিন দিন ধরে উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। 

আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বঙ্গবন্ধু স্কয়ারে জড়ো হতে থাকেন। একই সময় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানের নেতৃত্বে বিরোধী নেতা-কর্মীরাও পার্শ্ববর্তী হায়দার শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। 

একপর্যায়ে সংঘর্ষটি পুরো চৌদ্দগ্রাম বাজারে ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়া, সংসদ অনুসারীদের মঞ্চ ও সংসদ সদস্যের স্থানীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকটি দোকান ও দুটি হাসপাতাল ভাঙচুর করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে উভয়ে দিকে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। 

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুপক্ষের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষএ সময় বিরোধী পক্ষের একটি মিছিল উপজেলা পরিষদ থেকে চৌদ্দগ্রাম বাজারে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষটি আরও তীব্র হয়ে উঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় ও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

মিছিলের নেতৃত্বে ছিলেন সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, জেলা যুবলীগ নেতা ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এসএএম শাহীন মজুমদার প্রমুখ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সংঘর্ষে আহত হয়ে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন বাতিসা ইউপি চেয়ারম্যান ফখরুল আলম ফরহাদ, যুবলীগ নেতা আবুল হাশেম মজুমদার, লিমন চৌধুরী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা এনাম, শ্রমিক লীগ নেতা হানিফ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনসুর আজাদ, যুবলীগ নেতা ফরাশউদ্দিন রিপন, পৌর এলাকার গোমারবাড়ী গ্রামের সাজ্জাদ হোসেন (২০), নোয়াপাড়ার শাহাদাত হোসেন (২৫), বৈদ্দেরখীল এলাকার শাহীন (১৬), একই গ্রামের এনামুল হক (৩৩), গোমারবাড়ীর আরাফাত সানি (২০), সেনেরখীল গ্রামের সাকিল (৩০), বাতিসার পাড়াগ্রামের সজীব (২১), লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন (৩৭), হানিফ (৩৩), পৌর এলকার কমলপুর গ্রামের সামির হোসেন (২৩), রামরায় গ্রামের জুয়েল (২৬) পাঁচরা গ্রামের মিশু (২২) ও গোমারবাড়ী গ্রামের জাহিদ (২৩) সহ প্রায় ২৫ জন। 

উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে এমপি সাহেবের লোকজন হামলা করে। এতে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।’ 

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুপক্ষের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষঅন্যদিকে সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল বলেন, ‘ওরা আমাদের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেছে। জামায়াত-বিএনপির এজেন্টরা এই কাজ করেছে।’

 
কুমিল্লা জেলা পুলিশের (চৌদ্দগ্রাম–নাঙ্গলকোট সার্কেল) এএসপি মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজকে (মঙ্গলবার) দু’পক্ষেরই পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সকালে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষেরই ইট-পাটকেল নিক্ষেপ ঘটনায় কিছু কর্মী-সমর্থক আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত