রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, উগ্রবাদীরা বাংলাদেশে বহু জাতির বসবাস আছে তা স্বীকার করতে চায় না। এ জন্য বইয়ে থাকা গ্রাফিতিতে আদিবাসী পাতাটি ছিঁড়ে ফেলতে চায়। দেশে ৫১টি ছোট ছোট জাতির সমষ্টিগত নাম আদিবাসী।
আজ শনিবার রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতির আলোকে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে এ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখা।
সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশ যে একটি বহুত্ববাদের দেশ, সেটা স্বীকার করতে চায় না উগ্রবাদীরা।’ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক ও ভয়াবহ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ১৩ ভাষাভাষী ১৪টি আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হওয়ার পথে। তাদের অস্তিত্ব শুধু ম্রিয়মাণ নয়, অস্তিত্ব হারিয়েছে।’
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘শাসকগোষ্ঠী আদিবাসীদের চাকমা মারমা খিয়াং ত্রিপুরা ইত্যাদি জাতির নাম না বলে উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আদিবাসীদের অপমানিত করছে। যে নামের মধ্যে অপমান-অবজ্ঞা নিহিত আছে।’
সভায় আরও বক্তব্য দেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং মারমা, অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, অ্যাডভোকেট দ্বীননাথ তঞ্চঙ্গা, মনোজ বাহাদুর গুর্খা প্রমুখ। এ ছাড়া সভায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতির প্রতিনিধি ও তিন পার্বত্য জেলা থেকে আদিবাসী ফোরামের সদস্যরা অংশ নেন।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, উগ্রবাদীরা বাংলাদেশে বহু জাতির বসবাস আছে তা স্বীকার করতে চায় না। এ জন্য বইয়ে থাকা গ্রাফিতিতে আদিবাসী পাতাটি ছিঁড়ে ফেলতে চায়। দেশে ৫১টি ছোট ছোট জাতির সমষ্টিগত নাম আদিবাসী।
আজ শনিবার রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতির আলোকে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে এ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখা।
সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশ যে একটি বহুত্ববাদের দেশ, সেটা স্বীকার করতে চায় না উগ্রবাদীরা।’ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক ও ভয়াবহ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ১৩ ভাষাভাষী ১৪টি আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হওয়ার পথে। তাদের অস্তিত্ব শুধু ম্রিয়মাণ নয়, অস্তিত্ব হারিয়েছে।’
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘শাসকগোষ্ঠী আদিবাসীদের চাকমা মারমা খিয়াং ত্রিপুরা ইত্যাদি জাতির নাম না বলে উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আদিবাসীদের অপমানিত করছে। যে নামের মধ্যে অপমান-অবজ্ঞা নিহিত আছে।’
সভায় আরও বক্তব্য দেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং মারমা, অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, অ্যাডভোকেট দ্বীননাথ তঞ্চঙ্গা, মনোজ বাহাদুর গুর্খা প্রমুখ। এ ছাড়া সভায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতির প্রতিনিধি ও তিন পার্বত্য জেলা থেকে আদিবাসী ফোরামের সদস্যরা অংশ নেন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৬ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৮ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৯ মিনিট আগে