সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল ভাঙচুর করেছেন।
আজ শুক্রবার দুপুরে আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রে এ হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত সেবিকা কল্পনা রানী দাসকে মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া নারীর নাম ফেরদৌস আরা (২৮)। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর স্বামী নিজাম উদ্দিন অটোরিকশার চালক। আজ বেলা ১১টার দিকে আশ্রয়ণকেন্দ্র কবরস্থানের সামনে জানাজা শেষে ফেরদৌসকে দাফন করা হয়। পরে হাসপাতালে হামলা হয়।
ফেরদৌসের ভাবি সাফা আক্তার কাজল বলেন, ‘৮ এপ্রিল রাতে আমার ননদ ফেরদৌসের প্রসব বেদনা উঠলে আমরা দ্রুত তাকে পাশের সোনাপুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে কল্পনা রানী দাস নামের একজন সেবিকা একটি ছেলেসন্তান প্রসব করায়। তারপর শিশুর নাড়ি কেটে বাঁধতে গিয়ে ভুল করে ফেলে। এতে ফেরদৌস ব্যথায় ছটফট করতে থাকে, রক্তে পুরো কক্ষ লাল হয়ে যায়। আমরা বারবার তাকে নিয়ে যেতে চাইলে নার্স কল্পনা রানী দাস নিতে দেয়নি। ঠিক হয়ে যাবে, এমন বলে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ আমরা জোরপূর্বক ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত ২টার দিকে সে মৃত্যুবরণ করে।’
ফেরদৌসের ভাই মো. ফারুক হোসেন বলেন, ‘আমার বোনের হত্যাকারীর বিচার চাই। তার দুটি মেয়ে ও একটি ছেলেসন্তান রয়েছে।’
জানতে চাইলে সেবিকা কল্পনা বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়। কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নালি ও ফুল কাটতে গিয়ে একটু সমস্যা হয়। তখন তাদের ফেনী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কেউ কি চায় ইচ্ছা করে কারও ক্ষতি করতে?’
যোগাযোগ করা হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াকুব নবী বলেন, ‘চিকিৎসার অবহেলার কারণে মৃত্যু হলে কল্পনা রানী দাসের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
হামলা প্রসঙ্গে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রের পরিদর্শক অতসী বালা দাস বলেন, ‘শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ দেখি অনেকে জড়ো হচ্ছে আর বকাবকি করছে। তাদের শান্ত হতে বললে তারা আমার কক্ষে এসে হামলা চালায়। এতে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমার মোবাইলটি চুরি হয়ে যায়।’
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন জানান, হাসপাতালে বিক্ষুব্ধ জনতার অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর সোনাগাজীতে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল ভাঙচুর করেছেন।
আজ শুক্রবার দুপুরে আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রে এ হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত সেবিকা কল্পনা রানী দাসকে মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া নারীর নাম ফেরদৌস আরা (২৮)। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর স্বামী নিজাম উদ্দিন অটোরিকশার চালক। আজ বেলা ১১টার দিকে আশ্রয়ণকেন্দ্র কবরস্থানের সামনে জানাজা শেষে ফেরদৌসকে দাফন করা হয়। পরে হাসপাতালে হামলা হয়।
ফেরদৌসের ভাবি সাফা আক্তার কাজল বলেন, ‘৮ এপ্রিল রাতে আমার ননদ ফেরদৌসের প্রসব বেদনা উঠলে আমরা দ্রুত তাকে পাশের সোনাপুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে কল্পনা রানী দাস নামের একজন সেবিকা একটি ছেলেসন্তান প্রসব করায়। তারপর শিশুর নাড়ি কেটে বাঁধতে গিয়ে ভুল করে ফেলে। এতে ফেরদৌস ব্যথায় ছটফট করতে থাকে, রক্তে পুরো কক্ষ লাল হয়ে যায়। আমরা বারবার তাকে নিয়ে যেতে চাইলে নার্স কল্পনা রানী দাস নিতে দেয়নি। ঠিক হয়ে যাবে, এমন বলে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ আমরা জোরপূর্বক ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত ২টার দিকে সে মৃত্যুবরণ করে।’
ফেরদৌসের ভাই মো. ফারুক হোসেন বলেন, ‘আমার বোনের হত্যাকারীর বিচার চাই। তার দুটি মেয়ে ও একটি ছেলেসন্তান রয়েছে।’
জানতে চাইলে সেবিকা কল্পনা বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়। কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নালি ও ফুল কাটতে গিয়ে একটু সমস্যা হয়। তখন তাদের ফেনী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কেউ কি চায় ইচ্ছা করে কারও ক্ষতি করতে?’
যোগাযোগ করা হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াকুব নবী বলেন, ‘চিকিৎসার অবহেলার কারণে মৃত্যু হলে কল্পনা রানী দাসের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
হামলা প্রসঙ্গে সোনাপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রের পরিদর্শক অতসী বালা দাস বলেন, ‘শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ দেখি অনেকে জড়ো হচ্ছে আর বকাবকি করছে। তাদের শান্ত হতে বললে তারা আমার কক্ষে এসে হামলা চালায়। এতে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমার মোবাইলটি চুরি হয়ে যায়।’
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন জানান, হাসপাতালে বিক্ষুব্ধ জনতার অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১২ মিনিট আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
২৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে