ফেনী প্রতিনিধি
ফেনীতে আল্লাহর ৯৯ নাম সংবলিত ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এ সময় ওই স্থানের নামকরণ করা হয় শান্তি চত্বর।
ভাস্কর্যের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করেন নিজাম হাজারী। তিনি বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়। সেই ময়দানের সামনে আল্লাহর নাম সংবলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জন্য এসব আবেগের। এমন ভাস্কর্য পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন করা হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তিতে থাকতে চাই।’
এদিকে ভাস্কর্যটি উদ্বোধনের সময় উপস্থিত মাদ্রাসার শত শত শিক্ষক-ছাত্র ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে থাকেন। স্লোগান প্রসঙ্গে আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি একটি ধর্মীয় স্লোগান। তাই যেকোনো ধর্মীয় কাজে এই স্লোগান ব্যবহার করা যাবে। তবে জামায়াতে ইসলামী এই স্লোগান ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছে।’
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসুল (সা.)-এর নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
পৌরসভা সূত্র জানায়, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দুই মাসে এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভাস্কর্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।
ফেনীতে আল্লাহর ৯৯ নাম সংবলিত ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এ সময় ওই স্থানের নামকরণ করা হয় শান্তি চত্বর।
ভাস্কর্যের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করেন নিজাম হাজারী। তিনি বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়। সেই ময়দানের সামনে আল্লাহর নাম সংবলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জন্য এসব আবেগের। এমন ভাস্কর্য পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন করা হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তিতে থাকতে চাই।’
এদিকে ভাস্কর্যটি উদ্বোধনের সময় উপস্থিত মাদ্রাসার শত শত শিক্ষক-ছাত্র ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে থাকেন। স্লোগান প্রসঙ্গে আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি একটি ধর্মীয় স্লোগান। তাই যেকোনো ধর্মীয় কাজে এই স্লোগান ব্যবহার করা যাবে। তবে জামায়াতে ইসলামী এই স্লোগান ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছে।’
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসুল (সা.)-এর নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
পৌরসভা সূত্র জানায়, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দুই মাসে এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভাস্কর্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে