নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তথ্য গোপন ও ৯৪ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
অভিযুক্তরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু (৬৪) ও তাঁর স্ত্রী আয়েশা ছিদ্দিকা (৫২)।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সলিম উল্লাহ বাচ্চু কর্তৃক অসাধু উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে আয়কর নথিতে ও পরবর্তীতে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তাঁদের অর্জিত সম্পদের আয়ের উৎস হিসেবে মিথ্যা/ভিত্তিহীন ব্যবসা দেখানো ও মৎস্য চাষ দেখিয়ে ৯৪ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে ২০১৯ সালের ২৭ মার্চ দুদক বরাবরে সম্পদ বিবরণী দাখিল করেন আসামি আয়েশা ছিদ্দিকা। সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য দেন।
তথ্য গোপন ও ৯৪ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
অভিযুক্তরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু (৬৪) ও তাঁর স্ত্রী আয়েশা ছিদ্দিকা (৫২)।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সলিম উল্লাহ বাচ্চু কর্তৃক অসাধু উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে আয়কর নথিতে ও পরবর্তীতে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তাঁদের অর্জিত সম্পদের আয়ের উৎস হিসেবে মিথ্যা/ভিত্তিহীন ব্যবসা দেখানো ও মৎস্য চাষ দেখিয়ে ৯৪ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে ২০১৯ সালের ২৭ মার্চ দুদক বরাবরে সম্পদ বিবরণী দাখিল করেন আসামি আয়েশা ছিদ্দিকা। সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য দেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে