Ajker Patrika

যাচাই–বাছাই শেষ, চট্টগ্রামে যুবলীগের কমিটি শিগগিরই

জমির উদ্দিন, চট্টগ্রাম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ২১: ৪৮
যাচাই–বাছাই শেষ, চট্টগ্রামে যুবলীগের কমিটি শিগগিরই

চট্টগ্রাম যুবলীগের কমিটির যাচাই-বাছাইয়ের কাজ শেষ, এখন কমিটি ঘোষণা করার পালা। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নাম ঘোষণা করবে কেন্দ্র। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন। 

যুবলীগ সূত্রে জানা গেছে, কমিটিতে বিতর্কিত কাউকে রাখা হচ্ছে না। কমিটিতে যাদের দায়িত্ব দিলে সংগঠনের ভাবমূর্তি বাড়বে, যুবলীগ শক্তিশালী হবে; এমন কর্মীদের কমিটিতে আনা হচ্ছে। এই জন্য চট্টগ্রামে সম্মেলন শেষ হওয়ার সাড়ে ৪ মাস পরও কেন্দ্র কমিটি ঘোষণা করতে পারেনি। তবে এখন যাচাই-বাছাইয়ের কাজ শেষে কমিটি ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় যুবলীগ। 

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি ঘোষণার নির্দিষ্ট তারিখ বলতে পারছি না, তবে খুব শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। কারণ যাচাইয়ের কাজ মাত্র শেষ হয়েছে। 

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘অনেক পদপ্রত্যাশী নাম জমা দিয়েছেন। তাদের সমর্থনও করেছেন অনেকে। দীর্ঘ নামের তালিকা থেকে সভাপতি-সাধারণ সম্পাদক এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য নাম চূড়ান্ত করা অনেক কঠিন। সম্মেলন হওয়ার সাড়ে ৪ মাসেও তাই কমিটি ঘোষণা করতে পারিনি। তবে এটি শিওর যে কমিটিতে তাদেরকেই রাখা হচ্ছে যাদের জন্য সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং চট্টগ্রামে গ্রহণযোগ্যতা রয়েছে।’ 

এ বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সহযোগী সংগঠন হিসেবে অবশ্যই আমরা চাই, দলের জন্য নিবেদিত প্রাণ, আদর্শবান এবং এলাকায় প্রভাব বিস্তার করে এ রকম লোকই নেতৃত্বে আসুক। স্বাভাবিকভাবেই বিতর্কিত কেউ কমিটিতে আসলে দলের জন্য ক্ষতি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হলে, দক্ষ কর্মীর জুড়ি নেই। যদিও যুবলীগ কমিটি ঘোষণার জন্য আমাদের পরামর্শ বা অনুমতির প্রয়োজন পড়ে না। তারা স্বাধীনভাবে কমিটি ঘোষণা করতে পারে।’ 

প্রসঙ্গত প্রায় ৯ বছর পর, গত ৩০ মে চট্টগ্রাম যুবলীগের সম্মেলন শেষ হয়। নগরের সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৫ জনের নাম জমা পড়ে। যুবলীগের এই কাউন্সিলের প্রথমদিকে সভাপতি পদের জন্য আবেদন জমা পরে ৩৪ জনের। এদের মধ্যে ছয়জন প্রার্থী নিজেদের আবেদন প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদের জন্য আবেদন জমা পড়ে ৭৩টি, পরে আটজন নিজেদের নাম প্রত্যাহার করে নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত