Ajker Patrika

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
আব্দুর রহিম। ছবি; সংগৃহীত
আব্দুর রহিম। ছবি; সংগৃহীত

চাঁদার জন্য যুবককে আটকে মারধরের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহিম ওই উপজেলার মৌকরা ইউনিয়নের মোড্ডা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়ার অনুসারী বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জসীম নামে এক যুবককে আটক করে মারধরের ঘটনায় তাঁকে (আব্দুর রহিম) গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কুমিল্লা জেলা যুবদল নেতাদের নজরে আসে। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

২ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে যুবদল নেতা রহিমকে মোবাইলের লাউড স্পিকারে কথা বলতে দেখা যায়। মোবাইলের অপর পাশের ব্যক্তিকে রহিম বলেন, একটি প্রোগ্রাম করতে আমার আড়াই লাখ টাকা খরচ হয়েছে। আপনি ২০ হাজার টাকা দেবেন। এ সময় মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলে ওঠেন, আপনি তো আমার সঙ্গে চাঁদাবাজি করছেন।’

রহিম বলেন, আপনার সঙ্গে চাঁদাবাজি করল কে? চাঁদাবাজি করলে আপনি কবেই এই এলাকা থেকে আউট হয়ে যেতেন, ঠিকাদারি করতে পারতেন না। অপর পাশের ব্যক্তি বলেন ‘চাঁদাবাজি না করলে আমি আমার তরফ থেকে যেটা দেব, আপনাকে সেটা নিতে হবে। আমি কী করি আপনি চিটাগং (চট্টগ্রাম) শহরে গিয়ে খবর নেন।’

এ সময় রহিম বলেন, ‘আপনি চিটাগং শহরের অনেক বড় নেতা। আমি আপনার কাছে চাঁদা চাইছি? আপনি ৫ হাজার টাকা দিচ্ছেন, আমার এখানে প্রোগ্রামে খরচ করলাম আড়াই থেকে তিন লাখ টাকা।’

একপর্যায়ে রহিম মোবাইলে ওই ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে মোবাইল ফোন রেখে ওই ব্যক্তির প্রতিনিধি জসীমকে (২৭) ধাক্কাতে ধাক্কাতে একটি দোকানের ভেতরে ঢোকান এবং তাঁকে বেঁধে রেখে বেদম প্রহার করেন।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রহিমের চাঁদাবাজির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি যুবদলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। বুধবার রাতে তাঁকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

ওসি একে ফজলুল হক বলেন, নির্যাতনের স্বীকার জসীমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুর রহিমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত