Ajker Patrika

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাঁকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার জাবেদ দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে রাতে টহল দিচ্ছিল পুলিশ। টহলরত অবস্থায় ইসলামিয়া রোড হয়ে দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের দিকে যাচ্ছিল পুলিশের টহল দলটি। এ সময় দামোদরপুর গ্রামের বালির বাড়ির সামনে পৌঁছাল পুলিশ দেখে সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে জাবেদ। পরে পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করে এবং তাঁর দেহে তল্লাশি চালিয়ে এলজি ও কার্তুজ জব্দ করে। 

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ওই সড়কে ছিনতাই বা দলবল নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান নিচ্ছিল জাবেদ ও তাঁর সহযোগীরা। পুলিশের অভিযানে তাঁদের পরিকল্পনা ভেস্তে যায়। গ্রেপ্তার জাবেদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় থানায় পাঁচটি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত