Ajker Patrika

রামগঞ্জে আগুনে পুড়ল ৬ বসতঘর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে আগুনে পুড়ল ৬ বসতঘর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাও ইউনিয়নের মোস্তান বাড়িতে আগুন লেগে আবুল কাশেম, মো. হোসেন, মো. শাহজাহান ও আইউব আলী, মো. আনোয়ার ও মো. মাসুমের ছয়টি বসত ঘর ও তিনটি রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে এগারোটায় একই বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো. শাহজাহানের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বসতঘরের পাশাপাশি মূল্যবান দলিলপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ ও সমস্ত মালামাল পুড়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম খলিল মিঝি ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪টি ঘর সম্পূর্ণসহ ৩টি বসতঘর আংশিক পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আবুল কাশেম, মো. শাহজাহান, মো. আনোয়ার, মো. হোসেন, মো. আইয়ুব আলী, মো. মাসুম ও মো. কাউসার।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ অফিসার কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কয়েকটি ঘরের আংশিকসহ ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেলেও পাশে থাকা চারটি ঘর রক্ষা করা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত