Ajker Patrika

প্রধানমন্ত্রী গরিব-দুঃখী মানুষের পাশে আছেন, আজীবন থাকবেন: মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী গরিব-দুঃখী মানুষের পাশে আছেন, আজীবন থাকবেন: মন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশের গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে আছেন এবং আজীবন থাকবেন। আওয়ামী লীগ সরকার দেশের গরিব ও অসহায় মানুষের কল্যাণে উন্নয়নকাজ অব্যাহত রেখেছে এবং তা আগামীতেও বহাল থাকবে।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বান্দরবান জেলার আলীকদম উপজেলা বঙ্গবন্ধু চত্বর মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছেন। পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি তিনি অত্যন্ত আন্তরিক।

দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা আর সেবার মনোভাব দেশকে দ্রুত উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছে।’

পার্বত্য মন্ত্রী কৃষকদের অধিক ফসল উৎপাদনে আগ্রহী হতে উৎসাহ দিয়ে বলেন, ‘আপনারা বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফুল ও ফল উৎপাদনের বৈজ্ঞানিক কৌশলগুলো কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন এবং সেই কৌশলগুলো অন্য কৃষক ভাইদেরকেও শেখাবেন।’

এর আগে আলী কদম উপজেলা প্রশাসনের আয়োজনে মন্ত্রী বীর বাহাদুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন। এস ময় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের নির্মিত স্টলসমূহ ঘুরে দেখেন এবং স্টলে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। একই সময়ে মন্ত্রী আলী কদম উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধু চত্বর এর উদ্বোধন করেন। 

এ সময় অন্যদের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, আলী কদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত