Ajker Patrika

রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০: ২৭
রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ার হোসেনের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শনিবার রাতে পৌর এলাকার সাতারপাড়া গ্রামের চিতোষী চৌরাস্তার বাসায় এই হামলার সময় লুটপাটও চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ার হোসেন বলেন, সারা দেশে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকেলে পৌর এলাকার সাতারপাড়া চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপিসহ অঙ্গসংগঠনের ১০ জন নেতা-কর্মী মারাত্মক আহত হন।

মনোয়ার হোসেন বলেন, ‘আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণের পর আহত নেতা-কর্মীদের খোঁজ নিতে ব্যস্ত ছিলাম। এই সুযোগে আমার সোনাপুর চৌরাস্তার বাসভবনের দরজা ভেঙে সন্ত্রাসীরা বাসায় ঢুকে তাণ্ডব চালায়। তারা ঘরের আসবাব ভাঙচুরসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় তারা। হামলায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, হামলা-ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত