Ajker Patrika

মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না বৃদ্ধা রাবিয়ার, প্রাণ গেল ট্রাকচাপায়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৪, ০০: ২১
মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না বৃদ্ধা রাবিয়ার, প্রাণ গেল ট্রাকচাপায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় রাবিয়া খাতুন (৭২) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রাবিয়া সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার মৃত মনে মিয়ার স্ত্রী। 

এদিকে ঘটনা পরবর্তীতে অভিযুক্ত ট্রাক চালক তৌহিদ ইসলামকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক ট্রাক চালক কক্সবাজার জেলার পেকুয়া থানার মাতব্বর পাড়া এলাকার মঞ্জুরুল আল মের পুত্র। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, ভাটিয়ারি পূর্ব হাসনাবাদ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন রাবিয়া। সন্ধ্যায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। মহাসড়কের ভাটিয়ারি শহীদ মিনার এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী বেপরোয়া গতিতে আসা নিয়ন্ত্রণহীন ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনা পরবর্তীতে ট্রাক চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটিও আটক করে থানা হেফাজতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত