Ajker Patrika

কচুয়ায় চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ার রহিমানগর বাজারে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের কচুয়ার রহিমানগর বাজারে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার বন্ধ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকালে বাজার ব্যবসায়ী ও এলাকার বাসিন্দারা এই বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদার, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন।

উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজারুল ইসলাম মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক হোসেন, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন আবেগ ও সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, ‘রহিমানগর বাজারে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া মাদক কারবার ও সেবীদের উৎপাত বেড়েছে। ৫ আগস্টের পর অনেকে নিজ দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত