ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে মো. কামাল উদ্দিন নামের এক সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তিনি দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীক নিয়ে ১ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট।
জানা যায়, মো. কামাল উদ্দিন একজন সোচ্চার সাংবাদিক। ২০০৫ সাল থেকে ‘মাসিক ফটিকছড়ি’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় জড়ান। তিনি বর্তমানে দৈনিক দিনকাল পত্রিকার ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ছাড়াও তিনি স্থানীয় বাংলাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে অনিয়মের সংবাদ প্রকাশ করে এলাকাবাসীর কাছে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন।
নির্বাচিত হওয়ার পর মো. কামাল উদ্দিনকে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানায়। সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভালোবাসার কারণে তাঁর এ জয় বলে মনে করেন তিনি।
মো. কামাল উদ্দিন বলেন, ‘এই জয় জনগণের। আমি আমার ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সকল সমস্যায় জনগণের পাশে থাকব ইনশা আল্লাহ।’
গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (হেয়াকো) এলাকা হতে সাধারণ সদস্য পদে তিনি নির্বাচন করেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে মো. কামাল উদ্দিন নামের এক সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তিনি দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীক নিয়ে ১ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট।
জানা যায়, মো. কামাল উদ্দিন একজন সোচ্চার সাংবাদিক। ২০০৫ সাল থেকে ‘মাসিক ফটিকছড়ি’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় জড়ান। তিনি বর্তমানে দৈনিক দিনকাল পত্রিকার ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ছাড়াও তিনি স্থানীয় বাংলাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে অনিয়মের সংবাদ প্রকাশ করে এলাকাবাসীর কাছে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন।
নির্বাচিত হওয়ার পর মো. কামাল উদ্দিনকে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানায়। সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভালোবাসার কারণে তাঁর এ জয় বলে মনে করেন তিনি।
মো. কামাল উদ্দিন বলেন, ‘এই জয় জনগণের। আমি আমার ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সকল সমস্যায় জনগণের পাশে থাকব ইনশা আল্লাহ।’
গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (হেয়াকো) এলাকা হতে সাধারণ সদস্য পদে তিনি নির্বাচন করেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১১ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে