Ajker Patrika

ফটিকছড়িতে সাংবাদিক থেকে জনপ্রতিনিধি কামাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে সাংবাদিক থেকে জনপ্রতিনিধি কামাল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে মো. কামাল উদ্দিন নামের এক সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তিনি দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীক নিয়ে ১ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট। 

জানা যায়, মো. কামাল উদ্দিন একজন সোচ্চার সাংবাদিক। ২০০৫ সাল থেকে ‘মাসিক ফটিকছড়ি’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় জড়ান। তিনি বর্তমানে দৈনিক দিনকাল পত্রিকার ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

এ ছাড়াও তিনি স্থানীয় বাংলাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে অনিয়মের সংবাদ প্রকাশ করে এলাকাবাসীর কাছে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। 

নির্বাচিত হওয়ার পর মো. কামাল উদ্দিনকে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানায়। সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভালোবাসার কারণে তাঁর এ জয় বলে মনে করেন তিনি। 

মো. কামাল উদ্দিন বলেন, ‘এই জয় জনগণের। আমি আমার ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সকল সমস্যায় জনগণের পাশে থাকব ইনশা আল্লাহ।’ 

গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (হেয়াকো) এলাকা হতে সাধারণ সদস্য পদে তিনি নির্বাচন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত