নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর বাকলিয়ায় সুপারিভর্তি একটি ট্রাক থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ শনিবার ভোরে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ সংলগ্ন আল মদিনা নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিপুল পরিমাণের এসব ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, বাবুল কক্সবাজারের উখিয়ার ও রুবেল টেকনাফের বাসিন্দা। অন্যদিকে আজাদের নিজ বাড়ি সাতকানিয়া। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মোহাম্মদপুর আবাসিকে বাছের কলোনী এলাকায় থাকেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে এলাকাটিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়। ভোর ৫টা নাগাদ পুলিশের একটি দল সুপারিভর্তি একটি ট্রাক তল্লাশি করে। ট্রাকটি টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে এসেছিল। এ সময় চালকের আসনের পেছনের একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ সময় ট্রাকচালক মো. বাবুল (২৩) ও চালকের সহকারী রুবেল (১৯) নামে দুজনকে আটক করা হয়। একই সময় ইয়াবাগুলো নেওয়ার জন্য ঘটনাস্থলে মো. আজাদ (৩৩) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌছান। পরে তাঁকেও আটক করা হয়।
ওসি বলেন, এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগরীর বাকলিয়ায় সুপারিভর্তি একটি ট্রাক থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ শনিবার ভোরে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ সংলগ্ন আল মদিনা নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিপুল পরিমাণের এসব ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, বাবুল কক্সবাজারের উখিয়ার ও রুবেল টেকনাফের বাসিন্দা। অন্যদিকে আজাদের নিজ বাড়ি সাতকানিয়া। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মোহাম্মদপুর আবাসিকে বাছের কলোনী এলাকায় থাকেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে এলাকাটিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়। ভোর ৫টা নাগাদ পুলিশের একটি দল সুপারিভর্তি একটি ট্রাক তল্লাশি করে। ট্রাকটি টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে এসেছিল। এ সময় চালকের আসনের পেছনের একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ সময় ট্রাকচালক মো. বাবুল (২৩) ও চালকের সহকারী রুবেল (১৯) নামে দুজনকে আটক করা হয়। একই সময় ইয়াবাগুলো নেওয়ার জন্য ঘটনাস্থলে মো. আজাদ (৩৩) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌছান। পরে তাঁকেও আটক করা হয়।
ওসি বলেন, এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
২ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৩ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
৩ ঘণ্টা আগে