Ajker Patrika

চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধারে ইউপিডিএফের আস্তানায় অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি 
চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধারে ইউপিডিএফের আস্তানায় অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।

১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এর পর থেকে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে যৌথ বাহিনী পূর্ণচন্দ্র কার্বারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পায়। এ সময় গুলি, তিন জোড়া পোশাক, ১৯টি ইউনিফর্মের প্যান্ট, একটি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাঁবু, নেট ও জিম্মিকে আটকে রাখার লোহার চেইন উদ্ধার করা হয়।

পরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযানে নেতৃত্ব দেওয়া নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকায় তল্লাশি করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এ বিষয়ে জানতে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমাকে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তিনি বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ‘পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারের নামে যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। ইউপিডিএফের গোপন আস্তানা বলে কিছু নেই।’

অভিযানের বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘তথ্য পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান চালানো হয়েছে। আস্তানায় পোশাক, ইউনিফর্মের প্যান্ট, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম পেয়েছি। কিন্তু আমরা অপহৃতদের পাইনি।’ তিনি বলেন, ‘কিছু লোককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি সত্যতা না পেয়ে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত