নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পৃথক দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, লোহাগাড়া ও সাতকানিয়া থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলার আসামি সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তিন দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ সকাল ৯টায় নদভীকে মামলার শুনানিতে হাজির করতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।
১২ ও ১৫ জানুয়ারি চট্টগ্রামে মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক আদালত জেলাটির ও নগরের ৬টি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। ওসব মামলার শুনানিতে হাজির করতে নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান।
চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পৃথক দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, লোহাগাড়া ও সাতকানিয়া থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলার আসামি সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তিন দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ সকাল ৯টায় নদভীকে মামলার শুনানিতে হাজির করতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।
১২ ও ১৫ জানুয়ারি চট্টগ্রামে মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক আদালত জেলাটির ও নগরের ৬টি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। ওসব মামলার শুনানিতে হাজির করতে নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে