Ajker Patrika

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে  

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে  

জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর দায়ের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির হয়ে জামিন চেয়ে আবেদন করেন নুরুল বশর। আদালত শুনানি শেষে  জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল বশর কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। তিনি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা। এলাকায় তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরোধীপক্ষ হিসেবে পরিচিত। 

বশরের ছোট ভাই নুরুল আলম টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান। 

বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দিন বলেন, গত ২০ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকায় মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানালের ভাড়াবাসা দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় হামলায় রেহেনুমা ও তাঁর স্বামীসহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটি মামলা দায়ের করেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন প্রধান আসামি নুরুল বশর। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত