নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এক দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেছেন। তবে তাঁরা প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেননি।
একই ঘটনায় আরও একজনেরমৃত্যুর খবর শোনা গেলেও পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ঈদুল ফিতরের দিন গত সোমবার সকালে একই এলাকায় বাস–মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ নিয়ে এক দিনের ব্যবধানে একই এলাকায় মহাসড়কে ১২ জনের প্রাণহানি হলো। এ ছাড়া দুই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানে যাওয়া লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে সকালে একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। মাইক্রোবাস দুটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি ছিল চট্টগ্রামের দিকে। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের পেছনে থাকা আরও একটি মাইক্রোবাস এসে সেখানে ধাক্কা খায়।
রাখাল চন্দ্র রুদ্র বলেন, হতাহতদের বেশির ভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ওই মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। বাসটিরও সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এক দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেছেন। তবে তাঁরা প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেননি।
একই ঘটনায় আরও একজনেরমৃত্যুর খবর শোনা গেলেও পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ঈদুল ফিতরের দিন গত সোমবার সকালে একই এলাকায় বাস–মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ নিয়ে এক দিনের ব্যবধানে একই এলাকায় মহাসড়কে ১২ জনের প্রাণহানি হলো। এ ছাড়া দুই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানে যাওয়া লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে সকালে একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। মাইক্রোবাস দুটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি ছিল চট্টগ্রামের দিকে। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের পেছনে থাকা আরও একটি মাইক্রোবাস এসে সেখানে ধাক্কা খায়।
রাখাল চন্দ্র রুদ্র বলেন, হতাহতদের বেশির ভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ওই মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। বাসটিরও সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে