Ajker Patrika

‘উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে’

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৬: ৫১
‘উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ কারও দয়ায় আসেনি। ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয়েছে এ দেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।’

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও দুবারের সাবেক সংসদ সদস্য আইনজীবী সিরাজুল হক বাচ্চু মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী ভার্চুয়ালি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদররা হত্যার মতো নৃশংসতায় মেতে ছিল। আওয়ামী লীগ সরকার যখন দেশ ও মানুষের উন্নয়নে কাজ করছে, তখনই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য এম এ আজিজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত