Ajker Patrika

অর্ধেক যাত্রী নিয়ে পূর্বাঞ্চলে চলবে ৯ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক
অর্ধেক যাত্রী নিয়ে পূর্বাঞ্চলে চলবে ৯ জোড়া ট্রেন

চট্টগ্রাম: আগামী ২৪ মে থেকে রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচল করবে নয় জোড়া ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক যাত্রী নিয়ে এসব ট্রেন চালানো হবে। ৫০ শতাংশ টিকিট অনলাইনে ও বাকিগুলো কাউন্টারে বিক্রি করা হবে। তবে যেসব স্টেশনে অনলাইন সুযোগ-সুবিধা নেই, সেখানে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, সারা দেশে ২৮ জোড়া ট্রেন চলবে। এর মধ্যে পূর্বাঞ্চলের ৯ জোড়া। বাকিগুলো পশ্চিমাঞ্চলের। পূর্বাঞ্চলে যেসব ট্রেন চলাচল করবে- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি/তূর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/তূর্ণা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপকূল এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেসে এবং পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস।

রেলওয়ে পূর্বাঞ্চলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানো হবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৫ এপ্রিল থেকে সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখে সরকার। তবে লকডাউনে পণ্যবাহী ট্রেন চলাচল করছিল। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় পূর্বাঞ্চলে রেলে প্রতিদিন প্রায় ২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত