Ajker Patrika

নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের তিন দিন পর মো. আরিফুল ইসলাম নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়ার এক পুকুর পাড়ের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আরিফুল উপজেলার পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাশিমপুর এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। তিনি পেশায় পিকআপচালক। 

জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় শামসুল আলম চৌধুরীর কলোনির বাসিন্দা মো. আব্দুল আজিজ (২৮) থেকে পাওনা টাকা নিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফুল। পরে এ ঘটনায় তাঁর ছোট ভাই মো. হামিদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেছেন, লাশ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত