Ajker Patrika

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে খাটের নিচে মিলল ৩০ লাখ টাকা

 কুমিল্লা প্রতিনিধি 
সেনাবাহিনীর অভিযানে জব্দ করা টাকা, ইয়াবাসহ গ্রেপ্তার মো. রিয়াজ। ছবি: আজকের পত্রিকা
সেনাবাহিনীর অভিযানে জব্দ করা টাকা, ইয়াবাসহ গ্রেপ্তার মো. রিয়াজ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার সদরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ লাখ টাকাসহ ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. রিয়াজ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। অভিযুক্ত রিয়াজ পাঁচথুবি ইউনিয়নের শুভপুরের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে সাধারণ মানুষের সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুভপুরে অভিযানটি চালানো হয়। এ সময় ২ হাজার ৯৫০টি ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা এবং ছয়টি দেশীয় দা ও চাপাতি জব্দ করা হয়। এর মধ্যে রিয়াজের বাড়ির সামনে একটি দোকানে চালের ড্রামের মধ্যে ইয়াবার বড়িগুলো পাওয়া যায়। আর রিয়াজের মায়ের খাটের নিচে মেলে টাকাগুলো।

এ ঘটনায় পলাতক রয়েছেন মোহাম্মদ রাশেদ (৩৫)। তিনি ঢাকার মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা। রিয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক রাশেদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত