Ajker Patrika

চাঁদপুরে ১২ মণ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ০৪
চাঁদপুরে ১২ মণ জাটকা জব্দ

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। অবৈধভাবে জাটকা পাচারের দায়ে পিকআপের চালক সোলেমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি শহরের নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা।

গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (উএওন) সানজিদা শাহনাজ।

রাতে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

মো. মিজানুর রহমান বলেন, বিকেলে মিনি পিকআপ ভ্যানে করে জাটকাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিশন রোড এলাকা থেকে জব্দ করা হয়। পরে জাটকাসহ পিকআপ ভ্যানটি সদর উপজেলা পরিষদের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত জাটকাগুলো পরে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

বিতরণকালে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আবদুস ছাত্তার, চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত