Ajker Patrika

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
মো. মুসলিম উদ্দিন। ছবি: সংগৃহীত
মো. মুসলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মুসলিম উদ্দিন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

আজ বিকেলে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী সাগর উপকূলসংলগ্ন কোস্টাল গ্যাস কারখানার সামনে মুসলিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তিনি স্থানীয় মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁর বাবা গোপ্তাখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত মুসলিম উদ্দিনের পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতা ও যুবলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মুসলিমকে কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে কোস্টাল গ্যাস কারখানার ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানিয়েছেন, বিকেলে কোস্টাল গ্যাস কারখানা থেকে বাড়ি ফেরার সময় সাত-আটজন দুর্বৃত্ত যুবলীগ নেতা মুসলিমের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুসলিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইফতারের পর বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার সময় কুপিয়ে হত্যা করা হয় কৃষক দল নেতা নাছবর উদ্দিনকে। এ ঘটনায় মামলা হলে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত