Ajker Patrika

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২১: ৫০
হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। 

জানা গেছে, আজ দুপুরে লাকসাম-চাঁদপুর রেলপথের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় রেললাইনের পাশে ট্রেনে কাটা মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন হাজীগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে থানাকে অবহিত করে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে চাঁদপুর নিয়ে যায়। 

এদিকে স্থানীয়দের ধারণা নিহত যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তাঁর হাতে একটি সাদা কাগজ দেখা গেছে। তবে কাগজে কী লেখা ছিল, তা জানা যায়নি। 

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত