Ajker Patrika

দলীয় পদ হারালেন সেই সেলিম খান

চাঁদপুর প্রতিনিধি
দলীয় পদ হারালেন সেই সেলিম খান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খানকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সেলিম খানকে দল বহিষ্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির অনুসারী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন না। 

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম (দুলাল) পাটোয়ারী জানান, ‘দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে শোকজ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত