লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা ছাত্রলীগ নেতা শাহীন আলম গ্রেপ্তার হয়েছেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় চার শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শাহীন আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করেন শাহীন আলম। সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহীন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহীন। গতকাল রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। চার শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি।
উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নির্বিচারে গুলি ছোড়েন শাহীন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় দুই শতাধিক ছাত্র–জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত তিন শ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মীকে আসামি করা হয়।
লক্ষ্মীপুরে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা ছাত্রলীগ নেতা শাহীন আলম গ্রেপ্তার হয়েছেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় চার শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শাহীন আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করেন শাহীন আলম। সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহীন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহীন। গতকাল রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। চার শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি।
উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নির্বিচারে গুলি ছোড়েন শাহীন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় দুই শতাধিক ছাত্র–জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত তিন শ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মীকে আসামি করা হয়।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২২ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৬ মিনিট আগে