নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবশেষে ২৩ নাবিকসহ জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছে জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে রওনা দিয়েছে। আগামী ১৯ থেকে ২০ তারিখের দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। সেখানে পৌঁছে নাবিকদের পরিবার ও নিজেদের কেনাকাটা করার জন্য মালিকপক্ষ থেকে পর্যাপ্ত অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে কী পরিমাণ অর্থ দেওয়া হবে সেটি জানানো হয়নি।
আজ রোববার কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে এমভি জাহান মণি উদ্ধারের পর ২৬ জনকে আমরা কেনাকাটা করার জন্য ডলার দিয়েছিলাম। এবারও এ রকম সিদ্ধান্ত আছে। পরিবার ও নিজের জন্য ভালো করে কেনাকাটা করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হবে।’
২০০৯ সালে এই প্রতিষ্ঠানের এমভি জাহান মণি নামের একটি জাহাজ জলদস্যুর কবলে পড়ে। প্রায় ১০০ দিন পর সেটি মুক্ত করা হয়। ওই সময় বিশেষভাবে দুটি জলরোধী স্যুটকেসে মুক্তিপণের টাকা পাঠানো হয়। মুক্তিপণের জন্য ৪ দশমিক ৬২ মিলিয়ন ডলার এবং জ্বালানির খরচ বাবদ ১ লাখ ডলার বুঝিয়ে দিয়েছিল মালিকপক্ষ।
তবে এসআর শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও এমভি জাহান মণির মালিক মুক্তিপণ পরিশোধের বিষয়টি অস্বীকার করেছিলেন।
২০১০ সালে জিম্মি দশা থেকে ফিরে আসা নাবিক মোহাম্মদ ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘মালিকপক্ষ আমাদের ওই সময় কেনাকাটা করার জন্য ৫০০ ডলার করে দিয়েছিল। তখনকার বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার। বর্তমানে যা কয়েক লাখ টাকার সমান।’
তথ্যমতে, ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার গদভজিরান জেলার জেফল উপকূলের কাছে নিয়ে যাওয়া হয়। ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণের দাবি জানায়। প্রায় দুই সপ্তাহ দর-কষাকষির পর মুক্তিপণের অঙ্ক চূড়ান্ত হয়। সেই থেকে মুক্তির প্রহর গুনতে থাকেন নাবিকেরা।
অবশেষে ২৩ নাবিকসহ জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছে জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে রওনা দিয়েছে। আগামী ১৯ থেকে ২০ তারিখের দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। সেখানে পৌঁছে নাবিকদের পরিবার ও নিজেদের কেনাকাটা করার জন্য মালিকপক্ষ থেকে পর্যাপ্ত অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে কী পরিমাণ অর্থ দেওয়া হবে সেটি জানানো হয়নি।
আজ রোববার কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে এমভি জাহান মণি উদ্ধারের পর ২৬ জনকে আমরা কেনাকাটা করার জন্য ডলার দিয়েছিলাম। এবারও এ রকম সিদ্ধান্ত আছে। পরিবার ও নিজের জন্য ভালো করে কেনাকাটা করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হবে।’
২০০৯ সালে এই প্রতিষ্ঠানের এমভি জাহান মণি নামের একটি জাহাজ জলদস্যুর কবলে পড়ে। প্রায় ১০০ দিন পর সেটি মুক্ত করা হয়। ওই সময় বিশেষভাবে দুটি জলরোধী স্যুটকেসে মুক্তিপণের টাকা পাঠানো হয়। মুক্তিপণের জন্য ৪ দশমিক ৬২ মিলিয়ন ডলার এবং জ্বালানির খরচ বাবদ ১ লাখ ডলার বুঝিয়ে দিয়েছিল মালিকপক্ষ।
তবে এসআর শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও এমভি জাহান মণির মালিক মুক্তিপণ পরিশোধের বিষয়টি অস্বীকার করেছিলেন।
২০১০ সালে জিম্মি দশা থেকে ফিরে আসা নাবিক মোহাম্মদ ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘মালিকপক্ষ আমাদের ওই সময় কেনাকাটা করার জন্য ৫০০ ডলার করে দিয়েছিল। তখনকার বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার। বর্তমানে যা কয়েক লাখ টাকার সমান।’
তথ্যমতে, ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার গদভজিরান জেলার জেফল উপকূলের কাছে নিয়ে যাওয়া হয়। ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণের দাবি জানায়। প্রায় দুই সপ্তাহ দর-কষাকষির পর মুক্তিপণের অঙ্ক চূড়ান্ত হয়। সেই থেকে মুক্তির প্রহর গুনতে থাকেন নাবিকেরা।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৩ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪১ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে