নাজমুল হাসান, চট্টগ্রাম
লক্ষ্মীপুর থেকে ১৯৯৬ সালে ভাগ্যের সন্ধানে চট্টগ্রামে আসেন বেলাল হোসেন। নগরীর সিডিএ মার্কেট এলাকায় একটি ভাঙ্গারির দোকানে কাজ নেন। কয়েক বছর কাজ শিখে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন নিজেই। এখন তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তাঁর মতো শতাধিক ব্যবসায়ী জাহাজের বর্জ্য কিনে সেগুলো ভেঙে নানা ধরনের মূল্যবান পদার্থ সংগ্রহ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। সংগ্রহ করা এসব পদার্থের মধ্যে আছে স্বর্ণও।
জাহাজ থেকে সংগ্রহ করা বর্জ্যগুলোর মধ্যে ইলেকট্রনিক প্যানেল বোর্ড থেকে তার ও তামা; স্টাটার ও ব্রেকার থেকে পিতল, রুপা; আইসি কন্ট্রাক্ট ও টাইমার থেকে তামার পাত; ট্রান্সফরমার থেকে পিতল ও চান্দি; কালাই বক্স থেকে স্বর্ণ সংগ্রহ করা হয়। এ ছাড়া মোটরজাতীয় বর্জ্য থেকে লোহা, তামা, অ্যালুমিনিয়াম; হাইড্রোলিক পণ্য থেকে তামা, পিতল, লোহা সংগ্রহ করা হয়।
লামিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আরিফ উদ্দিন জানান, সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট, ভাটিয়ারি, লালবাগ এলাকার জাহাজের পণ্যের বিভিন্ন ডিপো থেকে এসব বর্জ্য সংগ্রহ করেন তিনি। ব্যবহারের অনুপযোগী পণ্যগুলো ভেঙে সোনা, রুপা, তামা, পিতল ইত্যাদি সংগ্রহ করা হয়। ব্যবহারের অনুপযোগী পণ্যগুলো ‘ঝোলঝাল’ নামে পরিচিত।
ঝোলঝাল এসব বর্জ্যের কিছুতে কালাই (ইলেকট্রনিকস পণ্যে চিকন সোনালি প্রলেপ) থাকে। এই কালাই থেকে বিভিন্ন প্রক্রিয়ায় সোনা সংগ্রহ করা হয়। স্বর্ণ প্রক্রিয়াজাত করার জন্য কালাইগুলো নিতে হয় ‘আরা ঘরে’ (সোনা পরিশোধনাগার)।
আরা ঘরে দীর্ঘ আট বছর ধরে কাজ করেন এমন একজন কারিগর মো. সায়েম বলেন, ইট দিয়ে খোলা চুলা তৈরি করে সেখানে চুনা পাউডার ও কয়লা দিয়ে আগুন জ্বালাতে হয়। এই আগুনে সিসা দিয়ে কালাই ঢালতে হয়। দেড় থেকে দুই ঘণ্টা পর সেখান থেকে কালাইয়ের পরিশোধিত অংশ সংগ্রহ করা হয়। সংগৃহীত অংশ নাইট্রিক অ্যাসিড দিয়ে গলিয়ে পাউডার করা হয়। এই পাউডারে সোহাগা ও লবণ মিশিয়ে আগুনে পুড়ে সোনা সংগ্রহ করা হয়। তিন কেজি কালাই গলিয়ে এক ভরি নয় আনা সোনা পাওয়া যায়।
লক্ষ্মীপুর থেকে ১৯৯৬ সালে ভাগ্যের সন্ধানে চট্টগ্রামে আসেন বেলাল হোসেন। নগরীর সিডিএ মার্কেট এলাকায় একটি ভাঙ্গারির দোকানে কাজ নেন। কয়েক বছর কাজ শিখে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন নিজেই। এখন তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তাঁর মতো শতাধিক ব্যবসায়ী জাহাজের বর্জ্য কিনে সেগুলো ভেঙে নানা ধরনের মূল্যবান পদার্থ সংগ্রহ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। সংগ্রহ করা এসব পদার্থের মধ্যে আছে স্বর্ণও।
জাহাজ থেকে সংগ্রহ করা বর্জ্যগুলোর মধ্যে ইলেকট্রনিক প্যানেল বোর্ড থেকে তার ও তামা; স্টাটার ও ব্রেকার থেকে পিতল, রুপা; আইসি কন্ট্রাক্ট ও টাইমার থেকে তামার পাত; ট্রান্সফরমার থেকে পিতল ও চান্দি; কালাই বক্স থেকে স্বর্ণ সংগ্রহ করা হয়। এ ছাড়া মোটরজাতীয় বর্জ্য থেকে লোহা, তামা, অ্যালুমিনিয়াম; হাইড্রোলিক পণ্য থেকে তামা, পিতল, লোহা সংগ্রহ করা হয়।
লামিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আরিফ উদ্দিন জানান, সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট, ভাটিয়ারি, লালবাগ এলাকার জাহাজের পণ্যের বিভিন্ন ডিপো থেকে এসব বর্জ্য সংগ্রহ করেন তিনি। ব্যবহারের অনুপযোগী পণ্যগুলো ভেঙে সোনা, রুপা, তামা, পিতল ইত্যাদি সংগ্রহ করা হয়। ব্যবহারের অনুপযোগী পণ্যগুলো ‘ঝোলঝাল’ নামে পরিচিত।
ঝোলঝাল এসব বর্জ্যের কিছুতে কালাই (ইলেকট্রনিকস পণ্যে চিকন সোনালি প্রলেপ) থাকে। এই কালাই থেকে বিভিন্ন প্রক্রিয়ায় সোনা সংগ্রহ করা হয়। স্বর্ণ প্রক্রিয়াজাত করার জন্য কালাইগুলো নিতে হয় ‘আরা ঘরে’ (সোনা পরিশোধনাগার)।
আরা ঘরে দীর্ঘ আট বছর ধরে কাজ করেন এমন একজন কারিগর মো. সায়েম বলেন, ইট দিয়ে খোলা চুলা তৈরি করে সেখানে চুনা পাউডার ও কয়লা দিয়ে আগুন জ্বালাতে হয়। এই আগুনে সিসা দিয়ে কালাই ঢালতে হয়। দেড় থেকে দুই ঘণ্টা পর সেখান থেকে কালাইয়ের পরিশোধিত অংশ সংগ্রহ করা হয়। সংগৃহীত অংশ নাইট্রিক অ্যাসিড দিয়ে গলিয়ে পাউডার করা হয়। এই পাউডারে সোহাগা ও লবণ মিশিয়ে আগুনে পুড়ে সোনা সংগ্রহ করা হয়। তিন কেজি কালাই গলিয়ে এক ভরি নয় আনা সোনা পাওয়া যায়।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে