মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
সাগরপারের শহর কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়ল রাজধানী ঢাকা অভিমুখে। আজ শুক্রবার দুপুর ১২টা ৩১ মিনিটে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ‘কক্সবাজার এক্সপ্রেস’।
কক্সবাজার থেকে প্রথম বাণিজ্যিক বিরতিহীন ট্রেন কক্সবাজার এক্সপ্রেস রাত ৯টা ১০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছার কথা রয়েছে। এই যাত্রাপথে বিকেল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে ২০ মিনিট বিরতি দেওয়ার কথা।
সকাল ১০টা থেকে ট্রেনটি ছাড়ার প্রস্তুতি শুরু হয়। যাত্রীরা আগেভাগেই স্টেশনে এসে ভিড় জমান। কক্সবাজার শহর থেকে ৫ কিলোমিটার দূরে সরকারি কলেজের বিপরীতে চান্দের পাড়ায় গড়ে তোলা হয়েছে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন। ঝিনুকের আদলে নান্দনিক কারুকাজে তৈরি এই স্টেশনে যাত্রীদের জন্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে। দুপুর ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এ ট্রেনের উদ্বোধন করেন।
যাত্রীরা স্টেশনে ঢুকতেই নেমে পড়েন ঝিনুক ফোয়ারার সামনে। কেউ সেলফি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন। অনেকে স্টেশনের এদিক-ওদিক ঘুরে সৌন্দর্য উপভোগ করেন। প্ল্যাটফর্মে ঢুকতেই যাত্রীদের চকলেট দিয়ে বরণ করেন রেলওয়ের কর্মকর্তারা। ট্রেনের ভেতরেই যাত্রীদের রজনীগন্ধার শুভেচ্ছা জানানো হয়। এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কক্সবাজারে কর্মরত ইখতিয়ার উদ্দিন বায়েজিদ স্ত্রী-সন্তানসহ ঢাকায় যাবেন। কক্সবাজার থেকে প্রথম ট্রেনের যাত্রী হিসেবে তিনি গর্ববোধ করছেন। ইখতিয়ার উদ্দিন বায়েজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা-দাদারা যে স্বপ্ন দেখেছেন, তা আমাদের সময়ে এসে পূরণ হয়েছে।’
ঢাকা থেকে আসা কলেজশিক্ষক নাজমা আক্তার বলেন, ‘ট্রেন ভ্রমণ খুবই পছন্দের। কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছি—এই অনুভূতি অন্য রকম। এখন থেকে মন ছুটলেই সমুদ্রসৈকতে আসা যাবে।’
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘রেল যোগাযোগের কারণে পর্যটন শহর কক্সবাজারের আমূল পরিবর্তন আসবে। পর্যটকেরা স্বচ্ছন্দে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।’
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘কক্সবাজারে পর্যটকদের নিরাপদে আসা-যাওয়া নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করবে। টহল টিমের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হচ্ছে। এ ছাড়া পর্যটকদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম, জরুরি সেবা ও হটলাইন।’
রেল মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা-কক্সবাজার রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। ২০টি বগিতে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে আন্তনগর এই ট্রেন কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে কক্সবাজার চলাচল করবে। চাহিদা বাড়লে বগিও বাড়ানো হবে।’
যাত্রীদের সঙ্গে উচ্ছ্বসিত কক্সবাজার এক্সপ্রেসের দায়িত্বপ্রাপ্ত রেল পরিচালক আবদুর রহিম। তিনি বলেন, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া এ ট্রেন চট্টগ্রামে পৌঁছাবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেনটির চালক আবদুল আওয়াল রানা।
এদিকে কক্সবাজার রুটে প্রথম দিনের যাত্রীবাহী ট্রেন চলাচল কমলাপুর থেকে রাত ৯টা ৪৫ মিনিটে উদ্বোধন করবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।
‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটিতে শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা। স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা। অন্যদিকে যেসব যাত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত যাবেন, তাঁদের শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬, এসি সিট ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।
এর আগে ২১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলের) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের নাম, যাত্রীর ধারণক্ষমতা ও ট্রেনের নম্বর জানানো হয়। এতে আরও বলা হয়, ট্রেনটি ঢাকা থেকে সোমবার এবং কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।
সাগরপারের শহর কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়ল রাজধানী ঢাকা অভিমুখে। আজ শুক্রবার দুপুর ১২টা ৩১ মিনিটে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ‘কক্সবাজার এক্সপ্রেস’।
কক্সবাজার থেকে প্রথম বাণিজ্যিক বিরতিহীন ট্রেন কক্সবাজার এক্সপ্রেস রাত ৯টা ১০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছার কথা রয়েছে। এই যাত্রাপথে বিকেল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে ২০ মিনিট বিরতি দেওয়ার কথা।
সকাল ১০টা থেকে ট্রেনটি ছাড়ার প্রস্তুতি শুরু হয়। যাত্রীরা আগেভাগেই স্টেশনে এসে ভিড় জমান। কক্সবাজার শহর থেকে ৫ কিলোমিটার দূরে সরকারি কলেজের বিপরীতে চান্দের পাড়ায় গড়ে তোলা হয়েছে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন। ঝিনুকের আদলে নান্দনিক কারুকাজে তৈরি এই স্টেশনে যাত্রীদের জন্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে। দুপুর ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এ ট্রেনের উদ্বোধন করেন।
যাত্রীরা স্টেশনে ঢুকতেই নেমে পড়েন ঝিনুক ফোয়ারার সামনে। কেউ সেলফি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন। অনেকে স্টেশনের এদিক-ওদিক ঘুরে সৌন্দর্য উপভোগ করেন। প্ল্যাটফর্মে ঢুকতেই যাত্রীদের চকলেট দিয়ে বরণ করেন রেলওয়ের কর্মকর্তারা। ট্রেনের ভেতরেই যাত্রীদের রজনীগন্ধার শুভেচ্ছা জানানো হয়। এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কক্সবাজারে কর্মরত ইখতিয়ার উদ্দিন বায়েজিদ স্ত্রী-সন্তানসহ ঢাকায় যাবেন। কক্সবাজার থেকে প্রথম ট্রেনের যাত্রী হিসেবে তিনি গর্ববোধ করছেন। ইখতিয়ার উদ্দিন বায়েজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা-দাদারা যে স্বপ্ন দেখেছেন, তা আমাদের সময়ে এসে পূরণ হয়েছে।’
ঢাকা থেকে আসা কলেজশিক্ষক নাজমা আক্তার বলেন, ‘ট্রেন ভ্রমণ খুবই পছন্দের। কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছি—এই অনুভূতি অন্য রকম। এখন থেকে মন ছুটলেই সমুদ্রসৈকতে আসা যাবে।’
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘রেল যোগাযোগের কারণে পর্যটন শহর কক্সবাজারের আমূল পরিবর্তন আসবে। পর্যটকেরা স্বচ্ছন্দে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।’
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘কক্সবাজারে পর্যটকদের নিরাপদে আসা-যাওয়া নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করবে। টহল টিমের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হচ্ছে। এ ছাড়া পর্যটকদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম, জরুরি সেবা ও হটলাইন।’
রেল মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা-কক্সবাজার রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। ২০টি বগিতে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে আন্তনগর এই ট্রেন কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে কক্সবাজার চলাচল করবে। চাহিদা বাড়লে বগিও বাড়ানো হবে।’
যাত্রীদের সঙ্গে উচ্ছ্বসিত কক্সবাজার এক্সপ্রেসের দায়িত্বপ্রাপ্ত রেল পরিচালক আবদুর রহিম। তিনি বলেন, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া এ ট্রেন চট্টগ্রামে পৌঁছাবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেনটির চালক আবদুল আওয়াল রানা।
এদিকে কক্সবাজার রুটে প্রথম দিনের যাত্রীবাহী ট্রেন চলাচল কমলাপুর থেকে রাত ৯টা ৪৫ মিনিটে উদ্বোধন করবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।
‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটিতে শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা। স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা। অন্যদিকে যেসব যাত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত যাবেন, তাঁদের শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬, এসি সিট ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।
এর আগে ২১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলের) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের নাম, যাত্রীর ধারণক্ষমতা ও ট্রেনের নম্বর জানানো হয়। এতে আরও বলা হয়, ট্রেনটি ঢাকা থেকে সোমবার এবং কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে