কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষক মো. ইয়াছিন মিয়ার কাছ থেকে তিন টন ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার সজিবের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন।
উপস্থিত ছিলেন–কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষি অ্যাপের মাধ্যমে ধান বিক্রয়ে আবেদন করেন এক হাজার ২৯ জন কৃষক। এদের মধ্যে এক হাজার ২১ জন কৃষকের আবেদন গৃহীত হয়। ৮ জন কৃষকের আবেদন বাতিল করা হয়।
গৃহীত এক হাজার ২১ জন কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩২০ জন কৃষককে বাছাই করেন উপজেলা প্রশাসন। তাদের কাছ থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে এক হাজার ১১৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলেন জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এক হাজার ২০০ টাকা মন কেনা হবে এই ধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। কৃষক এবং গুদাম কর্মকর্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা না আসতে পারে সেদিকেও নজর থাকবে উপজেলা প্রশাসনের।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষক মো. ইয়াছিন মিয়ার কাছ থেকে তিন টন ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার সজিবের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন।
উপস্থিত ছিলেন–কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষি অ্যাপের মাধ্যমে ধান বিক্রয়ে আবেদন করেন এক হাজার ২৯ জন কৃষক। এদের মধ্যে এক হাজার ২১ জন কৃষকের আবেদন গৃহীত হয়। ৮ জন কৃষকের আবেদন বাতিল করা হয়।
গৃহীত এক হাজার ২১ জন কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩২০ জন কৃষককে বাছাই করেন উপজেলা প্রশাসন। তাদের কাছ থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে এক হাজার ১১৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলেন জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এক হাজার ২০০ টাকা মন কেনা হবে এই ধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। কৃষক এবং গুদাম কর্মকর্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা না আসতে পারে সেদিকেও নজর থাকবে উপজেলা প্রশাসনের।’
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩২ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪০ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে