Ajker Patrika

চাঁদপুরে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৪৯৮ জন, মৃত্যু ১১

প্রতিনিধি, চাঁদপুর
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪: ৫৩
চাঁদপুরে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৪৯৮ জন, মৃত্যু ১১

চাঁদপুরে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪৫টি নমুনা পরীক্ষায় ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৪৭ দশমিক ৬৫ শতাংশ; যা গত দেড় বছরে রেকর্ড শনাক্ত ও নমুনা সংগ্রহের সংখ্যা। এ সময় চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৭ জনসহ মারা গেছেন মোট ১১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল। 

মৃতরা হলেন কচুয়া উপজেলার মনোয়ারা (৬০), আমেনা বেগম (৬৫) ও মনি (৫৫); ফরিদগঞ্জ উপজেলার খলিলুর রহমান (৮৫), আমির হোসেন (৭৫) ও ইউসুফ পাঠান (৭০); চাঁদপুর উপজেলার সামছুন্নাহার (৭৫) ও মো. শাহজাহান খান (৬৫); মতলব দক্ষিণ উপজেলার আবুল বাশার (৫৫); চাঁদপুর সদর উপজেলার মো. শাহজাহান খান (৬৫); মতলব দক্ষিণ উপজেলার ইসহাক সরকার (৪৮)। 

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০৪, হাজীগঞ্জের ৪০, ফরিদগঞ্জের ৫৩, মতলব উত্তরের ৩৫, মতলব দক্ষিণের ৪৫, শাহরাস্তির ৫১, কচুয়ার ৪৮ ও হাইমচরের ২২ জন রয়েছেন। একই দিনে সুস্থ হয়েছেন ১২৫ জন। তাঁদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৫৬, মতলব উত্তরের ১, ফরিদগঞ্জের ১৩, হাজীগঞ্জের ১১, কচুয়ার ৩, শাহরাস্তির ২৮, হাইমচরের ৬ ও মতলব দক্ষিণের ৭ জন।

এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১০৫। মোট মারা গেছেন ১৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪২০। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত