নোয়াখালী প্রতিনিধি
কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।
কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৪ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে