Ajker Patrika

সীতাকুণ্ডের সাগর উপকূলে ভেসে এল অর্ধগলিত মরদেহ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৮: ৫১
সীতাকুণ্ডের সাগর উপকূলে ভেসে এল অর্ধগলিত মরদেহ 

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া সাগর উপকূলীয় (তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডসংলগ্ন) এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীর বরাতে নৌ পুলিশ জানান, আজ দুপুরে জোয়ারের সময় অজ্ঞাতপরিচয়ের অর্ধগলিত ওই মরদেহটি সাগর উপকূলে ভেসে আসে। এ সময় স্থানীয়রা মরদেহটি চিনতে না পেরে নৌ পুলিশকে অবহিত করে। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাউছিয়া কমিটির সহায়তায় সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জোয়ারের পানিতে ভেসে আসা ওই যুবকের মরদেহটি অর্ধগলিত ছিল। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। 

৮–১০ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি। উদ্ধার পরবর্তীকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত