Ajker Patrika

রেড জোনে থাকলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম

খাগড়াছড়ি প্রতিনিধি
রেড জোনে থাকলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম

স্বাস্থ্য অধিদপ্তর খাগড়াছড়িসহ ১৩ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু রেড জোন ঘোষণা করলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো প্রবণতা নেই। জেলার পর্যটনকেন্দ্র থেকে শুরু করে হাট-বাজারে কোথাও কোনো স্বাস্থ্যবিধি নেই। স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই সচেতন না হলে খাগড়াছড়িতে সংক্রমণের হার আরও বাড়বে।

আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাজারগুলো আগের মতোই হাজারো ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম রয়েছে। অধিকাংশ মানুষই মাস্ক না পরে বাজারে এসেছেন। খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা কমলেও যারা ঘুরতে আসছেন, তাদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম।

খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা সংক্রমণের হার মাত্র এক দিনের ব্যবধানে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৬০ শতাংশ। এর আগের দিন ৬২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন বলেন, ‘যারা করোনার লক্ষণ নিয়ে আসছে তাদের আমরা নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এতে ৫০ শতাংশের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে মাস্ক পরানোর জন্য বাধ্য করা হচ্ছে।’

এদিকে পর্যটনকেন্দ্র, শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাস্ক না পরার কারণে অনেককে জরিমানা করা হচ্ছে। এর মধ্যে প্রতিদিনই জেলা সদর ও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিনই অভিযান চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত