Ajker Patrika

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে শারমিন আক্তার (২৬) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার হোটেল আল মারওয়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার (২৬) গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলার মোহাম্মদ মহসীন শেখের মেয়ে। ওই তরুণী হোটেলে একা উঠেছিলেন বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পরিদর্শক নাজমুল হুদা বলেন, বুধবার ভোরে শারমিন আক্তার একা কক্সবাজার বেড়াতে আসেন। তিনি হোটেল আল মারওয়াতে কক্ষ ভাড়া নিতে যান।  এ ময় হোটেল কর্তৃপক্ষ শারমিন একা হওয়ায় কক্ষ ভাড়া দিতে অনীহা প্রকাশ করে। পরে মোবাইল ফোনে মা পরিচয়ে এক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন। এরপর তাঁকে হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া দেওয়া হয়। 

নাজমুল হুদা আরও বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত তরুণীর কোনো চলাফেরা বা যোগাযোগ না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ওই তরুণীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত