লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ৬ ঘণ্টা অপেক্ষার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম ও মাসুদ আলম জানান, রাত ২টা থেকে ঘাটে অপেক্ষা করছিলেন। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে তাদের চরম কষ্ট পোহাতে হয়েছে।
এদিকে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত অসুস্থতা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।
লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ৬ ঘণ্টা অপেক্ষার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম ও মাসুদ আলম জানান, রাত ২টা থেকে ঘাটে অপেক্ষা করছিলেন। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে তাদের চরম কষ্ট পোহাতে হয়েছে।
এদিকে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত অসুস্থতা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে