Ajker Patrika

হাইওয়ে পুলিশ দেখে উল্টো পথে পালাতে গিয়ে অটোচালকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৮: ২১
হাইওয়ে পুলিশ দেখে উল্টো পথে পালাতে গিয়ে অটোচালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশ দেখে সিএনজি অটোরিকশা নিয়ে উল্টো পথে পালানোর সময় ট্যাংকলরির ধাক্কায় চালকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত এক অটোরিকশা যাত্রীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মগপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মেজবাহ উদ্দিন রানা (২৯) সিএনজি অটোরিকশার চালক, তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহামুদাবাদ (তেলিপাড়া) এলাকার নুরুল হকের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানবাহনের গতিরোধে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মামলা দিচ্ছিল পুলিশ। এ সময় ঢাকামুখী সড়কে আসা সিএনজি অটোরিকশার চালক তাদের দেখে উল্টো পথে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় চালক। দুর্ঘটনা পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে মহাসড়কে চলাচল করা গাড়ির গতিনিয়ন্ত্রণ, উল্টো পথে গাড়ি চালানো রোধ, পিকআপসহ খোলা গাড়িতে যাত্রী পরিবহন ঠেকাতে মগপুকুর এলাকার ঢাকামুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ।

এই সময় অতিরিক্ত গতিতে আসা ঢাকামুখী একটি তেলের ট্যাংকলরি গতি থামাতে স্পিড গান ব্যবহার করেন তারা। এতে গাড়িটি গতি থামিয়ে দাঁড়ানোর সময় পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশা ট্যাঙ্কলরিটিকে ওভারটেক করে সামনে চলে আসে। কিন্তু সামনে আসার পর হাইওয়ে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই সিএনজি অটোরিকশাটিকে ঘুরিয়ে উল্টো পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এতে পেছনে থাকা ট্যাংকলরির সঙ্গে সিএনজি অটোরিকশাটি সজোরে ধাক্কা খায়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক রানা ও ভেতরে থাকা যাত্রী আরিফ গুরুতর আহত হন। দুর্ঘটনা পরবর্তীতে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিকশাচালক রানাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত আরিফের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। 

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সিএনজি অটো রিকশা চালকেরা। এ সময় তারা মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। সীতাকুণ্ড থানা-পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ চালকেরা বার আউলিয়া হাইওয়ে থানা এলাকায় যান। সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত