Ajker Patrika

৩৭ কেজি ওজনের পোয়া মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
৩৭ কেজি ওজনের পোয়া মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ৩৭ কেজি ওজনের একটি বিশাল লাল পোয়া মাছ ধরা পড়েছে জেলেদের জালে। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়। 

জেলেরা জানান, ওই দিন ভোরে প্রতিদিনের ন্যায় বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান জেলেরা। কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের বাসিন্দা আবু ছৈয়দ কোম্পানির মাছ ধরার ট্রলারের মাঝিসহ তাঁরা মাছ ধরতে বের হন। সাগরে জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকেলে জাল তুললে ওই মাছটি পান তাঁরা। মাছটির ওজন ৩৭ কেজি। 

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. ইসহাক বলেন, ৩৭ কেজি ওজনের এ মাছটি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। 

কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন বলেন, এ ধরনের পোয়া মাছগুলো সচরাচর পাওয়া যায় না। এ মাছ সাগরের গভীরে থাকে। ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে। পোয়া মাছের চাহিদা থাকায় বেশি দামে বিক্রি হয়ে থাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত