নোয়াখালী প্রতিনিধি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মা হিসেবে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে রোহিঙ্গাদের জীবন বাঁচানোর জন্য ভাসানচরকে সাজানোর জন্য নৌ-বাহিনীকে দায়িত্ব দেন।’
আজ শুক্রবার সকালে চারটি দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল নিয়ে নোয়াখালীর হাতিয়া ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছে। বাংলাদেশে তাদের ষষ্ঠ বছর চলছে। এখানে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে জাতিসংঘ ও দেশি এনজিও, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনী। চিকিৎসা সেবা নিশ্চিত করতে রয়েছে ছয়টি হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য আছে নোয়াখালী জেনারেল হাসপাতাল। কক্সবাজার থেকে এখানকার আশ্রয় কেন্দ্রগুলো অনেক ভালো।’
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন-জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট।
আরও ছিলেন-পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।
বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রতিনিধি দলটি ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউসে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। বিকেলে ভাসানচর পরিদর্শন শেষে তাঁরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন তাঁরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মা হিসেবে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে রোহিঙ্গাদের জীবন বাঁচানোর জন্য ভাসানচরকে সাজানোর জন্য নৌ-বাহিনীকে দায়িত্ব দেন।’
আজ শুক্রবার সকালে চারটি দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল নিয়ে নোয়াখালীর হাতিয়া ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছে। বাংলাদেশে তাদের ষষ্ঠ বছর চলছে। এখানে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে জাতিসংঘ ও দেশি এনজিও, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনী। চিকিৎসা সেবা নিশ্চিত করতে রয়েছে ছয়টি হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য আছে নোয়াখালী জেনারেল হাসপাতাল। কক্সবাজার থেকে এখানকার আশ্রয় কেন্দ্রগুলো অনেক ভালো।’
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন-জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট।
আরও ছিলেন-পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।
বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রতিনিধি দলটি ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউসে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। বিকেলে ভাসানচর পরিদর্শন শেষে তাঁরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন তাঁরা।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৬ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৩ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৮ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২২ মিনিট আগে