Ajker Patrika

‘প্রধানমন্ত্রী মা হিসেবে আশ্রয় দিয়েছেন, ভাসানচরে ভালো আছে রোহিঙ্গারা’

নোয়াখালী প্রতিনিধি
‘প্রধানমন্ত্রী মা হিসেবে আশ্রয় দিয়েছেন, ভাসানচরে ভালো আছে রোহিঙ্গারা’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মা হিসেবে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে রোহিঙ্গাদের জীবন বাঁচানোর জন্য ভাসানচরকে সাজানোর জন্য নৌ-বাহিনীকে দায়িত্ব দেন।’

আজ শুক্রবার সকালে চারটি দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল নিয়ে নোয়াখালীর হাতিয়া ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছে। বাংলাদেশে তাদের ষষ্ঠ বছর চলছে। এখানে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে জাতিসংঘ ও দেশি এনজিও, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনী। চিকিৎসা সেবা নিশ্চিত করতে রয়েছে ছয়টি হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য আছে নোয়াখালী জেনারেল হাসপাতাল। কক্সবাজার থেকে এখানকার আশ্রয় কেন্দ্রগুলো অনেক ভালো।’

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন-জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট।

ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনআরও ছিলেন-পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।

বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রতিনিধি দলটি ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউসে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। বিকেলে ভাসানচর পরিদর্শন শেষে তাঁরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত