Ajker Patrika

ইয়াবা পাচারের দায়ে বাবা-ছেলের ১০ বছর কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
ইয়াবা পাচারের দায়ে বাবা-ছেলের ১০ বছর কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে বাবা-ছেলে দুই রোহিঙ্গা নাগরিককে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে কক্সবাজার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৩ ব্লকের বাসিন্দা মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪১) এবং তাঁর ছেলে কেফায়েত উল্লাহ (১৯)। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম। 

আইনজীবী ফরিদুল আলম জানান, ২০২১ সালের ৫ আগস্ট সন্ধ্যায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়া উপজেলার থাইলখালী ১৯ নম্বর ক্যাম্পে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। 

 এ সময় গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী কলিম উল্লাহর বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় র‍্যাবের হোয়াইক্যং ক্যাম্পের সদস্য মো. আলাউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। 

 ২০২২ সালের ৭ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ওই বছর ১৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। 

কৌঁসুলি ফরিদুল আলম আরও বলেন, ‘দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবা-ছেলেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন বিজ্ঞ বিচারক। এ ছাড়া জরিমানা অনাদায়ে আরও এক বছর করে দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত