Ajker Patrika

শপথ নেওয়ার আগেই মারা গেলেন ইউপি সদস্য

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৯: ০৫
শপথ নেওয়ার আগেই মারা গেলেন ইউপি সদস্য

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একই ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের বলির বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইউপি চেয়ারম্যান বলেন, আবুল কালাম ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। আজ বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ২০০৩-১১ মেয়াদেও পরিষদের সদস্য ছিলেন। শপথ নেওয়ার আগেই তিনি চলে গেলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত