কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে এসে মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে শহরের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
সমুদ্র সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আরিফ কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মুরাদ নগরের পালাসুতা এলাকার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান মোহাম্মদ আরিফ। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরিফের বন্ধু আসিফ খান জানান, তাঁরা দুই বন্ধু বুধবার কক্সবাজার আসেন। হোটেল-মোটেল জোনের কলাতলীর সি সান হোটেলে উঠেছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ বলেন, সৈকতে নেমে আরিফ নামের পর্যটক অজ্ঞান হয়ে পড়ে মারা যান। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে এসে মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে শহরের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
সমুদ্র সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আরিফ কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মুরাদ নগরের পালাসুতা এলাকার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান মোহাম্মদ আরিফ। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরিফের বন্ধু আসিফ খান জানান, তাঁরা দুই বন্ধু বুধবার কক্সবাজার আসেন। হোটেল-মোটেল জোনের কলাতলীর সি সান হোটেলে উঠেছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ বলেন, সৈকতে নেমে আরিফ নামের পর্যটক অজ্ঞান হয়ে পড়ে মারা যান। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৬ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে