নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কোম্পানির বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এসব বিলবোর্ডগুলোর মাধ্যমে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন শঙ্কা প্রকাশ করে বিলবোর্ড অপসারণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে রেলওয়ে প্রশাসন। গত ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে এই চিঠি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচল শুরু হয়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন একটি আধুনিক সুবিধা সংবলিত স্টেশন। যার সামনে পার্কিং ও ঝিনুক আকৃতির পানির ফোয়ারা স্টেশনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কক্সবাজার স্টেশনের সীমানার বাইরে স্টেশন সংলগ্ন আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ বিল বোর্ড স্থাপন করার ফলে স্টেশনের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে উল্লেখ আরও উল্লেখ করা হয়, এ ছাড়া ঝোড়ো আবহাওয়ায় তথা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো ভেঙে যেতে পারে বা ঝোড়ো বাতাসে বিল বোর্ডগুলো উড়ে গিয়ে কক্সবাজার স্টেশন ভবনে আঘাতের পাশাপাশি যত্রতত্র পড়ে জান-মালের ক্ষতিসহ বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে।
তাই কক্সবাজার স্টেশনের সৌন্দর্য রক্ষা, ভবনের ক্ষয়ক্ষতি ও জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে স্টেশনের সীমানার বাইরে আবাসিক ভবন এবং রাস্তার পাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ বিল বোর্ডগুলো জরুরি ভিত্তিতে অপসারণ করা প্রয়োজন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মো. ইমরান আজকের পত্রিকাকে বলেন, ছয়তলা বিশিষ্ট আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে বিলবোর্ড সৌন্দর্যহানি করবে। কারণ স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পাশের সড়ক দিয়ে হাজার হাজার যাত্রী চলাচল করছে। তাই ঝুঁকির কথা মাথায় রেখে বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।
এই বিষয়ে জানতে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কোম্পানির বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এসব বিলবোর্ডগুলোর মাধ্যমে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন শঙ্কা প্রকাশ করে বিলবোর্ড অপসারণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে রেলওয়ে প্রশাসন। গত ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে এই চিঠি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচল শুরু হয়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন একটি আধুনিক সুবিধা সংবলিত স্টেশন। যার সামনে পার্কিং ও ঝিনুক আকৃতির পানির ফোয়ারা স্টেশনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কক্সবাজার স্টেশনের সীমানার বাইরে স্টেশন সংলগ্ন আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ বিল বোর্ড স্থাপন করার ফলে স্টেশনের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে উল্লেখ আরও উল্লেখ করা হয়, এ ছাড়া ঝোড়ো আবহাওয়ায় তথা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো ভেঙে যেতে পারে বা ঝোড়ো বাতাসে বিল বোর্ডগুলো উড়ে গিয়ে কক্সবাজার স্টেশন ভবনে আঘাতের পাশাপাশি যত্রতত্র পড়ে জান-মালের ক্ষতিসহ বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে।
তাই কক্সবাজার স্টেশনের সৌন্দর্য রক্ষা, ভবনের ক্ষয়ক্ষতি ও জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে স্টেশনের সীমানার বাইরে আবাসিক ভবন এবং রাস্তার পাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ বিল বোর্ডগুলো জরুরি ভিত্তিতে অপসারণ করা প্রয়োজন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মো. ইমরান আজকের পত্রিকাকে বলেন, ছয়তলা বিশিষ্ট আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে বিলবোর্ড সৌন্দর্যহানি করবে। কারণ স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পাশের সড়ক দিয়ে হাজার হাজার যাত্রী চলাচল করছে। তাই ঝুঁকির কথা মাথায় রেখে বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।
এই বিষয়ে জানতে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
৪৩ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
১ ঘণ্টা আগে