Ajker Patrika

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উৎসবে মানুষের জোয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উৎসবে মানুষের জোয়ার

চট্টগ্রামের চেরাগী মোড় থেকে শুরু পুলিশ প্লাজার আগ পর্যন্ত মানুষ আর মানুষ। ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, এই উৎসবে শামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।

আজ রোববার সন্ধ্যা থেকে শুরু হয় এই উৎসব। উৎসবকে ঘিরে চারদিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিকা চাকমা। তিনি তাঁর বাবা-মা ও ভাই বোনকে নিয়ে এই উৎসবে শামিল হয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর এইখানে আত্মীয়স্বজনদের মিলনমেলা বসে। বহদ্দারহাট থেকে তাই সোজা চলে এলাম। অনেক এনজয় করছি।’

পারিকা চাকমার মতো পরিবার নিয়ে এসেছেন জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা নোবেল চাকমাও। তিনি ৩০টি ফানুস নিয়ে এসেছেন। সন্তানদের নিয়ে সেসব ফানুস উড়াচ্ছেন। নোবেল চাকমা বলেন, কয়েক বছর করোনার কারণে এই উৎসবে যোগ দিতে পারিনি। তবে বাড়ির ছাদে ফানুস উড়িয়ে উৎসবটি পালন করছি। এইবার যেহেতু সবকিছু স্বাভাবিক তাই পরিবার নিয়ে চলে এলাম।

বাবা-মা ও ভাই বোনকে নিয়ে এই উৎসবে শামিল হয়েছেন অনেকেইকোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।

বৌদ্ধ ধর্ম মতে, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ে পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত