Ajker Patrika

মাইলেজ জটিলতা নিরসনের দাবি আখাউড়া রেলের কর্মকর্তাদের 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ১৭: ০৮
মাইলেজ জটিলতা নিরসনের দাবি আখাউড়া রেলের কর্মকর্তাদের 

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলের কর্মকর্তারা। 

আজ মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ের এক নম্বর প্ল্যাটফর্মে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আখাউড়া শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রেলের লোকোমোটিভ রানিং স্টাফ, গার্ড, টিটিইসহ সব রানিং স্টাফরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। 

রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ ভূঞার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, রেলের রানিং স্টাফরা ব্রিটিশ আইন অনুযায়ী পার্ট অব পে হিসেবে ট্রেন পরিচালনা করে আসছেন। বর্তমানে রানিং স্টাফদের আইবাস সিস্টেমে যোগদান করতে বলা হচ্ছে। এতে একজন রানিং স্টাফ ৩০ দিনের বেশি মাইলেজ সুবিধা পাবেন না। এতে ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা। বর্তমানে আট ঘণ্টা ট্রেন পরিচালনার পর বিশ্রামে যাওয়ার নিয়ম থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ট্রেন পরিচালনা করতে হচ্ছে তাঁদের। ব্রিটিশ আইন অনুযায়ী শ্রমিকদের মাইলেজ সুবিধা দেওয়ার দাবি জানান। 

সমাবেশে বক্তারা আরও বলেন, মাইলেজ নিয়ে কোনো রকম টালবাহানা চলবে না। অধিকার হরণ করা হলে প্রয়োজনে নিয়মের বাইরে অতিরিক্ত ডিউটি পালন করা হবে না। 

সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল মো. আবু তালেব, গার্ড কাউন্সিলের আখাউড়া শাখার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, টিটি অ্যাসোসিয়েশনের রাজীব হোসেন, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, অর্থ সম্পাদক মো. এস আর মামুন, সদস্য মুশফিকুর রহমান চৌধুরী বিপ্লব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত