লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান।
সবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান।
সবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৬ ঘণ্টা আগে
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
৭ ঘণ্টা আগে